শেখ হাসিনা ফের ক্ষমতায় না এলে একাত্তরের ঘাতকরা আসবে: নাসিম

আগামী নির্বাচনে শেখ হাসিনা আবার ক্ষমতায় আসতে না পারলে একাত্তরের ঘাতকরা দেশ শাসন করতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2017, 04:40 PM
Updated : 17 March 2017, 04:40 PM

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় একথা বলেন তিনি।

“২০১৯ সালের নির্বাচন বাঁচা-মরার প্রশ্ন। শেখ হাসিনা ক্ষমতায় আসতে না পারলে একাত্তরের ঘাতকরা দেশ শাসন করবে; বঙ্গবন্ধুর খুনীরা আবার ফিরে আসবে; বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হবে।”

নাসিম বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারী পাকিস্তানের দালালরা এখনও মাঠে আছে। কোনো গাফলতি ও  অবহেলা করে আগামী নির্বাচনে বিজয়ী হওয়া যাবে না।

“যেই দেশে বঙ্গবন্ধুর হত্যাকারীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হয়েছে, রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়েছে। সেই দেশে ওদেরকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না।”

আওয়ামী লীগের সভাপতিণ্ডলীর সদস্য বলেন, “বঙ্গবন্ধু সবার বঙ্গবন্ধু। তিনি শুধু আওয়ামী লীগের নয়। সারা জাতির পিতা বঙ্গবন্ধু। যারা বঙ্গবন্ধুকে ছোট করতে চেয়েছে, তারা নিজেরা ছোট হয়ে গেছে।”

অন্যদের মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক মফিজুর রহমান, আওয়ামী লীগের সাবেক সহ-সম্পাদক রাশেক রহমান, সাবেক ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বক্তব্য দেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করে হল শাখা ছাত্রলীগের সভাপতি বরিকুল ইসলাম বাঁধন ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আল-আমিন রহমান।