স্বাধীনতা দিবসে বিএনপির শোভাযাত্রার কর্মসূচি

স্বাধীনতা দিবসে রাজধানীসহ সারাদেশে শোভাযাত্রাসহ সাতদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2017, 09:46 AM
Updated : 13 March 2017, 09:46 AM

ঢাকায় ২৬ মার্চ বিকাল তিনটায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হবে।

সোমবার দুপুরে নয়া পল্টনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এক যৌথসভা শেষে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

স্বাধীনতা দিবসের খালেদা জিয়ার নেতৃত্বে জ্যেষ্ঠ নেতারা ২৬ মার্চ সকাল ৭টায় সাভারে জাতীয় স্মৃতি সৌধে এবং সকাল ৯টায় শেরে বাংলা নগরের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করবেন।

ওইদিন সকালে নয়া পল্টনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোকসজ্জা করা হবে। এছাড়া জাসাসের উদ্যোগে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, যুবদলের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী, ছাত্রদলের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করবে।

এছাড়া ২৭ মার্চ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে। এতে দলের চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

রিজভী জানান, এবছর আলোচনা সভার পরিবর্তে দেশব্যাপী শোভাযাত্রা ও রচনা প্রতিযোগিতা করার সিদ্ধান্ত হয়েছে। 

এছাড়া অন্য কর্মসূচির তারিখ এখনও ঠিক হয়নি বলে জানান রিজভী।

যৌথসভায় জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিলকিস জাহান শিরিন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতারাও সভায়ে যোগ দেন।