গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতির উদ্যোগ নিন: ১৪ দল

একাত্তরের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর হত্যাযজ্ঞে নিহতদের স্মরণে ‘গণহত্যা দিবস’ পালনের প্রস্তাব জাতীয় সংসদে গৃহিত হওয়ার পর দিনটির আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ১৪ দলীয় জোট।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2017, 09:31 AM
Updated : 12 March 2017, 10:33 AM

রোববার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে জোটের বৈঠক শেষে মুখপাত্র মোহাম্মদ নাসিম এ আহ্বান জানান।

২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ হিসেবে সংসদের স্বীকৃতি পাওয়ায় প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যদের অভিনন্দন জানান তিনি।

শনিবার জাতীয় সংসদে ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালনের প্রস্তাব সংসদে তোলেন জাসদের সংসদ সদস্য শিরীন আখতার। প্রস্তাবের ওপর আলোচনা শেষে স্পিকার শিরীন শারমিন প্রস্তাবটি ভোটে দিলে তা কণ্ঠভোটে পাস হয়। সংসদে গৃহীত এই প্রস্তাবের বিষয়ে এবার সিদ্ধান্ত নেবে নির্বাহী বিভাগ।

নাসিম বলেন, “১৪ দল গত বৈঠকে ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দিতে সংসদের প্রতি অনুরোধ জানিয়েছিল। সে প্রস্তাব সর্বসম্মতভাবে পাস হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদের প্রতিটি সদস্যকে আমরা অভিনন্দন জানাই।

“এবার পররাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্টদের প্রতি আমরা আহ্বান জানাই, এ দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে উদ্যোগ গ্রহণ করুন।”

এ বছরের ‘গণহত্যা দিবসে’ ১৪ দল জেলা-উপজেলা পর্যায়ে কর্মসূচি পালন করবে বলেও জানান আওয়ামী লীগ নেতা নাসিম।

জোটের বৈঠকে সুনামগঞ্জের দিরাই-শাল্লা উপনির্বাচন ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করার সিদ্ধান্ত হয় বলেও জানান তিনি।

“কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা ও সুনামগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে জয়া সেনগুপ্তকে বিজয়ী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। এ দুই প্রার্থীর পক্ষে প্রচারের জন্য ১৪ দলীয় জোটের নেতারা অংশ নেবেন।”

এর আগে জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতারের সভাপতিত্বে ১৪ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, বাসদের রেজাউর রশীদ খান, গণতন্ত্রী পার্টির শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।