উপজেলার ৩ বিদ্রোহী প্রার্থী আ. লীগ থেকে সাময়িক বহিষ্কৃত

উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় বিভিন্ন এলাকার তিন জনকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2017, 09:09 AM
Updated : 12 March 2017, 09:09 AM

রোববার দুপুরে দলের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ স্বক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এরা হলেন- সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুক্তাদির আহমদ ও কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য মোহাম্মদ সোহেল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলাবিরোধী ও সংগঠনের স্বার্থপরিপন্থী কর্মকাণ্ডে অংশগ্রহণ করার অভিযোগে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ তাদেরকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।

দলীয় গঠনতন্ত্রের ৪৬(ক) অনুচ্ছেদ অনুযায়ী কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপর অর্পিত ক্ষমতা অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংগঠন থেকে কেন তাদের চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে না তা আগামী ১৫ কার্যদিবসের মধ্যে দলীয় সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে পাঠাতে হবে।

এই সংক্রান্ত চিঠি রোববারই ডাকযোগে অভিযুক্তদের কাছে পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।