কমিটির পর ‘নতুনভাবে’ কাজ শুরুর প্রত্যয় যুব মহিলা লীগের

সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের পর যুব মহিলা লীগ ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ‘নতুনভাবে’ দলের জন্য কাজ শুরু করবে বলছেন সংগঠনটির নেতারা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2017, 07:05 PM
Updated : 11 March 2017, 07:05 PM

একযুগের বেশি সময় ধরে সংগঠনটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে অপু উকিল নতুন কমিটিতেও একই দায়িত্ব পাওয়ার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান।

রোববার বেলা ১১টায় নব নির্বাচিত সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অপু উকিলের নেতৃত্বে নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন।

এর আগে শনিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহযোগী সংগঠনটির ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন।

এরপর বিকালে কাউন্সিল অধিবেশন বসে, যাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।

কাউন্সিলে শীর্ষ দুই পদে শুধু নাজমা ও অপুর নাম প্রস্তাব এলে তাদের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত ঘোষণা করেন কাদের।

নতুন কমিটির অন্য সদস্যদের নাম পরে ঘোষণা হবে বলে জানানো হয়েছে।

২০০২ সালে নাজমাকে আহ্বায়ক করে যুব মহিলা লীগের ১০১ সদস্যের কমিটি দেওয়া হয়েছিল।

দুই বছর পর ২০০৪ সালের ১৫ মার্চ প্রথম সম্মেলনের মাধ্যমে তাদের কমিটি হয়। সম্মেলনে নাজমা সভাপতি ও অপু উকিলকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।