জাসদের দাবি দিবস পালন

দাবি দিবস পালন করে গণতন্ত্র, সমতা ও ন্যায়বিচারের ভিত্তিতে উন্নয়ন নীতি গ্রহণ করার আহ্বান জানিয়েছে জাসদের একাংশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2017, 05:26 PM
Updated : 9 March 2017, 05:26 PM

বৃহস্পতিবার দিবসের প্রধান কর্মসূচিতে রাজধানীর তোপখানা রোডে অবস্থান কর্মসূচি, মানববন্ধন ও সমাবেশ করে দলটি।

দলের সভাপতি শরীফ নুরুল আম্বিয়ার নেতৃত্বে কর্মসূচিতে মোহাম্মদ খালেদ, করিম সিকদার, মোহাম্মদ মোহসীন, নাসিরুল হক নওয়াব, হোসাইন আহমেদ তফছির, মুকসেদুর রহমান লবু, মোহাম্মদ মহিউদ্দিন, আব্দুস সালাম খোকন, আছাদুজ্জামান জাকিরসহ নেতারা অংশ নেন।

সমাবেশে শরীফ নুরুল আম্বিয়া বলেন, “মুষ্টিমেয় লোকের কাছে নয়, সবার কাছে উন্নয়নের সুফল পৌঁছাতে হবে।

“উন্নয়নের সুফল পরগাছা কয়েকজনের কাছে বন্দি থাকলে মানুষে মানুষে বৈষম্য বাড়তে থাকে। টাকা ও পেশিশক্তির কাছে গণতন্ত্র ও ন্যায়বিচার বন্দি থাকলে সে উন্নয়ন হয়ে গলার ফাঁস ও অশান্তির নামান্তর।”

মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক দল নিষিদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহবান জানান জাসদ সভাপতি।

জাসদ ঢাকা মহানগর পশ্চিম শাখা মিরপুরে ১০ নম্বর এলাকায় সমাবেশ ও মানববন্ধন করে।