খারাপ লোকদের আধিক্যে রাজনীতির প্রতি মানুষের আস্থা কমেছে: কাদের

বাংলাদেশের রাজনীতিতে ‘খারাপ লোকদের আধিক্যের’ কারণে রাজনীতির প্রতি সাধারণ মানুষের আস্থা কমে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2017, 12:28 PM
Updated : 27 Feb 2017, 05:43 PM

সোমবার বিকালে রাজধানীতে এক আলোচনা সভায় একথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

কাদের বলেন, “বাংলাদেশের রাজনীতিতে সততার বড় অভাব পড়ে গেছে। ভালো লোকেরা দূরে সরে থাকলে খারাপ লোকেরা রাজনীতি দখল করে ফেলবে। এই ঘাটতি পূরণ করতে রাজনীতিতে সৎ, ভালো লোকদের আনতে চাই।”

রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটউটে এই আলোচনা সভায় আয়োজন করে শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ।

এতে সড়ক পরিবহন মন্ত্রী কাদের খুলনা বিভাগের ১০ জেলায় পরিবহন ধর্মঘটের সমালোচনা করেন।

২০১১ সালে বাসের ধাক্কায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদসহ পাঁচজন নিহতের ঘটনায় দায়ের মামলার রায়ে চালকের যাবজ্জীব সাজার প্রতিবাদে ওই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল।

আদালতের দেওয়া রায়ে জনগণের ভোগান্তি করে ধর্মঘট করার সমালোচনা করে মন্ত্রী কাদের বলেন, “অসহায় রোগীদের জিম্মি করে, স্কুলগামী শিশুদের জিম্মি করে, গরিব মানুষদের কষ্ট দিয়ে ধর্মঘট করছেন আপনারা।

“যে বিচারের রায়, এই রায় নিয়ে আপনারা ধর্মঘট পালন করছেন, সে রায় তো জনগণ দেয় নি। তাহলে কেন জনগণকে কষ্ট দিচ্ছেন? রায় পছন্দ না হলে উচ্চ আদালতে গিয়ে আপিল করুন।”