ধর্মঘট তারা করতেই পারে: শাজাহান খান

সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মনিরসহ পাঁচজনের মৃত্যুর দায়ে বাসচালকের যাবজ্জীবন সাজার প্রতিবাদে সংক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা ধর্মঘট ‘করতেই পারে’ বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2017, 09:21 AM
Updated : 26 Feb 2017, 05:41 PM

রোববার রাজধানীর সেগুনবাগিচার স্বাধীনতা হলে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নৌমন্ত্রী যে সংগঠনের কার্যকরী সভাপতি, সেই বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের খুলনা আঞ্চলিক কমিটির ডাকে রোববার থেকে শুরু হয়েছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট।

ধর্মঘটের কারণে যাত্রী ও পণ্যবাহী সব ধরনের যানবাহনের চলাচল বন্ধ থাকায় খুলনা বিভাগের ১০ জেলার মানুষ পড়েছে চরম ভোগান্তিতে।

শ্রমিকদের এই ধর্মঘট তুলতে মন্ত্রী হিসেবে কোনো উদ্যোগ নিয়েছেন কীনা জানতে চাইলে শাজাহান খান বলেন, “শ্রমিকরা সংক্ষুব্ধ হয়ে কোনো কিছু করতেই পারে। তবে আমরা আশা করি, তারা যা করবে তা আইন কানুনের মধ্যে থেকেই করবে।”

সংবাদ সম্মেলনে ২৫শে মার্চকে ‘জাতীয় গণহত্যা দিবস’ ঘোষণার দাবি জানান আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের এ আহ্বায়ক।

ওই দিন সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আলোকচিত্র প্রদর্শনী এবং বিকাল ৪টায় আলোচনা সভা করার ঘোষণা দেন তিনি।

জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের নেতা ইসমত কাদির গামা এ সময় উপস্থিত ছিলেন।