কানাডায় রায়ের পর পাগলের প্রলাপ বকছে বিএনপি নেতারা: মতিয়া

কানাডার আদালতের রায়ে বিএনপিকে ‘সন্ত্রাসী দল’ বলার পেছনে আওয়ামী লীগের প্রভাব ও চক্রান্ত রয়েছে বলায় দলটির নেতাদের সমালোচনা করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2017, 04:00 PM
Updated : 25 Feb 2017, 04:00 PM

শনিবার রাজধানীতে এক আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, “বিএনপির নেতারা এখন বলছে, কানাডার আদালতের রায় আওয়ামী লীগের প্রভাবের কারণে হয়েছে।

“বঙ্গবন্ধু হত‌্যা মামলার আসামিদের আমরা দেশে ফিরিয়ে আনতে পারছি না, অথচ ওই দেশে নাকি আমরা আদালতকে প্রভাবিত করেছি। এটা বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ।”

বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের এক কর্মীর রাজনৈতিক আশ্রয়ের আবেদন নাকচ করে কানাডার ফেডারেল কোর্ট তাদের রায়ে বলেছে, বিএনপি সন্ত্রাসে ছিল, আছে বা ভবিষ্যতেও থাকতে পারে- এমন ধারণা করার যৌক্তিক কারণ আছে। 

দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে-পরে বিএনপির লাগাতার হরতাল-অবরোধে সহিংসতা ও সন্ত্রাস নিয়ে কানাডার ফেডারেল কোর্টের এই পর্যবেক্ষণ আসে।

রায়ের বিষয়টি নিয়ে বাংলাদেশি গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এক প্রতিক্রিয়ায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এর পেছনে আওয়ামী লীগের চক্রান্ত রয়েছে দাবি করে বলেন, নির্বাচনের আগে জনগণের মধ্যে ‘ধোঁয়াশা’ সৃষ্টি করতে এসব ‘নাটক সাজাচ্ছে’ ক্ষমতাসীনরা।

বিএনপি নেতাদের এ ধরনের কথার সমালোচনায় মতিয়া চৌধুরী বলেন, “বিএনপির নেতারা এখন পাগলের প্রলাপ বকছে, উন্মাদ ছাড়া কেউ কানাডার আদালতের রায় নিয়ে এমন কথা বলতে পারে না। এতে প্রমাণিত হয়, তাদের নেতৃত্ব কত মেধা শুন‌্য।”

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাতীয় গ্রন্থকেন্দ্রে কৃষক লীগ আয়োজিত আলোচনা সভায় অতিথির বক্তব‌্য দেন কৃষিমন্ত্রী।

একুশে ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদমিনারের মূল বেদিতে বিএনপির চেয়ারপারসনসহ নেতাদের উঠার সমালোচনা করে মতিয়া বলেন, “বঙ্গবন্ধুর পর, ১৯৯৬ সালের পরেও শেখ হাসিনাই জাতিসংঘে বাংলায় বক্তব‌্য দিয়েছেন।

“এর মধ‌্যে বিএনপি ক্ষমতায় ছিল, বাংলায় বক্তব‌্য দেওয়ার চিন্তাও করেনি। তারা ভাষাকে কিভাবে মূল‌্য দিবে। আর এই কারণেই শহীদ মিনারের মূল বেদিতে খালেদা জিয়া নেতাদের নিয়ে উঠে পড়েছেন।”

কৃষক লীগের সভাপতি মো. মোতাহার হোসেন আলোচনা সভার সভাপতিত্ব করেন।