আ. লীগের প্রার্থী হতে চান সুরঞ্জিতের স্ত্রী জয়া

সুরঞ্জিত সেনগুপ্তের মৃত‌্যুতে শূন‌্য হওয়া সুনামগঞ্জ-২ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আবেদন ফরম সংগ্রহ করেছেন তার স্ত্রী জয়া সেনগুপ্ত।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2017, 04:35 PM
Updated : 24 Feb 2017, 05:51 PM

শুক্রবার বিকালে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয় থেকে জয়ার পক্ষে ছেলে সৌমেন সেনগুপ্ত আবেদন ফরম সংগ্রহ করেন বলে প্রয়াত এই আওয়ামী লীগ নেতার ব্যক্তিগত সহকারী কামরুল হক জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুরঞ্জিত সেনগুপ্তের নির্বাচনী এলাকা দিরাই ও শাল্লা উপজেলা আওয়ামী লীগ জয়া সেনগুপ্তকে সমর্থন জানিয়েছে। আবেদনপত্র কেনার সময় শাল্লা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আল আমিন চৌধুরীও উপস্থিত ছিলেন।

সুরঞ্জিত সেনগুপ্ত (ফাইল ছবি)

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস‌্য সুরঞ্জিত সেনগুপ্ত গত ৫ ফেব্রুয়ারি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি জাতীয় সংসদে সাতবার সুনামগঞ্জের দিরাই-শাল্লার মানুষের প্রতিনিধিত্ব করেছেন।

তার স্ত্রী জয়া সেনগুপ্ত বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সাবেক প্রশাসনিক কর্মকর্তা। আওয়ামী লীগ বা এর কোনো সহযোগী সংগঠনের কোনো পদে নেই তিনি।