বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার দাবি কাদেরের

বিশ্বে ৩২ কোটি মানুষের ভাষা বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার দাবি জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2017, 09:47 AM
Updated : 21 Feb 2017, 09:47 AM

মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পর উপস্থিত সাংবাদিকদেরকে কাদের বলেন, বাংলা জাতিসংঘের দাপ্তরিক ভাষা হওয়া এখন সময়ের দাবি।

“আজ যে কোনো উপায়ে জাতিসংঘের কাছে বাংলা ভাষাকে দাপ্তরিক ভাষা করার দাবি তুলে ধরা আমাদের অঙ্গীকার হওয়া উচিত।”

বিভিন্ন কারণে বাংলা ভাষার মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে মন্তব্য করে এজন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী এ সময় তার সঙ্গে ছিলেন।

কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়ার আগে ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা আজিমপুর কবরস্থানে গিয়ে ভাষা শহীদদের কবরে শ্রদ্ধা জানান।