খালেদাকে জেলে চান বিএনপি নেতারাই: হাছান মাহমুদ

সরকার খালেদা জিয়াকে কারাগারে পাঠাতে চায় বলে অভিযোগ উড়িয়ে দিয়ে আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ বলেছেন, তা বিএনপি নেতারাই চাইছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2017, 01:22 PM
Updated : 20 Feb 2017, 01:22 PM

ফের বিশৃঙ্খলা-নৈরাজ্য সৃষ্টির জন‌্যই বিএনপি নেতারা তা চাইছেন বলে দাবি করেন ক্ষমতাসীন দলের প্রচার সম্পাদক।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলার বিচার এগিয়ে চলছে। দলটির অভিযোগ, সরকার এসব মামলায় শাস্তি দিয়ে খালেদাকে বন্দি করতে চাইছে।

সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের এক আলোচনা সভায় হাছান মাহমুদ এই অভিযোগ নাকচ করে বলেন, “খালেদা জিয়ার এত অপরাধ এবং তার নামে যত মামলা হয়েছে সেখান থেকে যে রেহাই পাওয়ার উপায় নেই, এটা বিএনপির নেতা-কর্মীরাও জানেন।

“তাই তারাও তলে তলে চান খালেদা দ্রুত জেলে যাক। কিন্তু রাজপথে দাঁড়িয়ে বলেন খালেদা ছাড়া নির্বাচন হবে না।” 

“তারা আবার দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। আবার তারা বাসে আগুন দিয়ে মানুষ মারতে চায়,” বলেন তিনি।

মামলা নিয়ে বিএনপির হুঁশিয়ারির জবাবে হাছান মাহমুদ বলেন, “তারা এ হুমকি কাদের দেয়? বিচার করছে আদালত, সরকার নয়।”

বিচার বিভাগ নিয়ে প্রশ্ন তুলে বিএনপি আদালত অবমাননা করছে বলেও মন্তব্য করেন সাবেক এই মন্ত্রী।

ভাআ শহীদ দিবসের আগের দিনের এই সভায় বক্তব‌্যে বিভিন্ন আলোচনা সভায় বাংলা ভাষার ব্যবহার নিয়েও অসন্তোষ জানান হাছান মাহমুদ। ‘ইংরেজি ঢঙ্গে’ বাংলা বলা বন্ধেরও অনুরোধ জানান তিনি।

“দেশে অনেকেই ইংরেজি ঢঙ্গে বাংলা বলেন। এটা তো ঠিক নয়। যে ভাষার জন্য আমরা রক্ত দিয়েছি, সেই আমরা কেন বাংলাকে জগখিচুড়ি করে ব্যবহার করব? আমাদেরকে এই প্রবণতা থেকে বের হয়ে আসতে হবে।”

সর্বস্তরে বাংলা ভাষা প্রণয়নে সরকারের সঙ্গে সঙ্গে সবাইকে উদ্যোগী হওয়ারও আহ্বান জানান তিনি।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি অভিনেতা ফারুকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, অভিনেতা ড্যানি সিডাক, ফাল্গুনী হামিদ।