বিশ্ব ব্যাংকের কাছে ‘অপমানের’ জবাব চাই: কাদের

সন্দেহে বশে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিশ্ব ব্যাংক অপমান করেছে মন্তব্য করে সংস্থাটির কাছে তার জবাব চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2017, 04:55 PM
Updated : 15 Feb 2017, 05:00 PM

বুধবার সন্ধ্যায় শাহবাগের গণগ্রন্থাগারে ‘ট্যানারি শিল্প স্থানান্তর-পরিবেশ সংরক্ষণ ও জাতীয় উন্নয়ন’ শীর্ষক সেমিনারে একথা বলেন তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, “সন্দেহের বশবর্তী হয়ে বিশ্ব ব্যাংক কেন আমাদের অপমান করল জাতি হিসেবে আমরা তার জবাব চাই।

“শেখ হাসিনা কেন অপমানিত হল, কেন হেয় করা হল, তার জবাবও দিতে হবে। এসব প্রশ্নের জবাব বা সদুত্তর না পেলে ভবিষতে আমাদের কোনো প্রকল্পে বিশ্ব ব্যাংকের অর্থ ব্যবহার করব কি না তা গভীরভাবে ভেবে দেখতে হবে।”

দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ তুলে পদ্মা সেতুতে প্রতিশ্রুত অর্থায়ন থেকে চার বছর আগে বিশ্ব ব্যাংক সরে দাঁড়ানোর পর নিজস্ব অর্থায়নে কাজ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার।

ওই ষড়যন্ত্রের অভিযোগের বিচারের রায়ে শুক্রবার কানাডার আদালত কোনো প্রমাণ না পাওয়ার কথা জানায়।

আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে অধ্যাপক নাসরিন আক্তার, প্রেস ক্লাবের সভাপতি মো. শফিকুর রহমান,  প্রকৌশলী হাবিবুর রহমান, অধ্যাপক এমরান কবির চৌধুরী বক্তব্য রাখেন।

সেমিনারে ওবায়দুল কাদের বলেন, “মানুষের পরিবেশ মানুষই নষ্ট করছে। পরিবেশ নষ্ট করতে করতে মানুষ এমন পর্যায়ে গেছে যে, প্রকৃতি এখন তার প্রতিশোধ নিচ্ছে।

“এখন শীতকালে শীত নেই। শীতে মানুষ মারা যায় না। এখন মানুষ মারা যায় বজ্রপাতে। এ বছর অন্তত দুইশ মানুষ বজ্রপাতে মারা গেছে।”

হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তরের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তরের জন্য আদালত নির্দেশ দিয়েছে। মন্ত্রণালয় সেই নির্দেশ বাস্তবায়নের জন্য কার্যকর ব্যবস্থা নিচ্ছে। ঢাকা শহরকে রক্ষা করতে হলে ট্যানারি স্থানান্তর অত্যন্ত জরুরি। যত দ্রুত ট্যানারি সরানো যাবে ঢাকাবাসীর জন্য তত বেশি মঙ্গল হবে।”

সড়ক দুর্ঘটনার খবর প্রকাশের ধরন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সড়ক পরিবহনমন্ত্রী কাদের।

তিনি বলেন, “ভারতে প্রতি ঘণ্টায় ১৭ জন মানুষ মরে সড়ক দুর্ঘটনায়। আমাদের দেশে দিনে পাঁচজন মরলেই সেটা বিশেষ কলামে ছাপা হয়।

“আপনারা নিউজ ছাপান তবে এমনভাবে ছাপাবেন না যাতে আমাদের খারাপ লাগে। দেশ এগিয়ে যাচ্ছে এটাতো অস্বীকার করতে পারবেন না। আমরা চার লেন রাস্তা করছি। নিজেদের অর্থায়নে পদ্মা সেতু করছি। মেট্রোরেল করছি।”

বর্তমানে দেশের সড়ক নিয়ে তিনি, “বাংলাদেশে এত সুন্দর রাস্তা, যে রাস্তা আগে কখনো দেখেনি কেউ।”