রিজভীদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে

বিচারক ছুটিতে থাকায় মতিঝিল থানার নাশকতার এক মামলায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে গেছে।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2017, 11:27 AM
Updated : 23 Jan 2017, 11:27 AM

সোমবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ শাহনাজ সুলতানা ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ  আবু সালেহ মোহাম্মদ সালাউদ্দিন খাঁ শুনানির জন্য আগামি ১৬ মার্চ দিন রাখেন।

কয়েকজন আসামির পক্ষে আদালতে হাজিরার জন্য সময় চাওয়া হয় বলে রিজভীর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ জানিয়েছেন।

আদালতের পেশকার শাহাদাৎ হোসেন জানান, এর আগেও এ মামলাটিতে বেশ কয়েকবার অভিযোগ গঠনের শুনানি আসামিপক্ষের সময় আবেদনের কারণে পিছিয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১২ ডিসেম্বর মাসে মতিঝিল থানা এলাকায় নাশকতার অভিযোগে মামলাটি করে পুলিশ।

২০১৫ সালের শেষের দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, রুহুল কবির রিজভীসহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।