বিএনপি নেতা সাবিহ উদ্দিন হাসপাতালে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিল সদস্য সাবিহ উদ্দিন আহমেদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2017, 08:08 AM
Updated : 18 Jan 2017, 09:46 AM

খালেদার প্রেস উইংযের সদস্য শায়রুল কবির খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাতে চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে অসুস্থ হয়ে পড়লে সাবিহ উদ্দিনকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

“উনি মস্তিষ্কের জটিলতায় ভুগছেন। চিকিৎসকরা উনাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন; সিটি স্ক্যানও করা হয়েছে।”

ইউনাইটেড হাসপাতালের কনসালটেন্ট ডা. ইকবালের তত্ত্বাবধানে সাবিহ উদ্দিনের চিকিৎসা চলছে বলে শায়রুল কবির জানান।

সরকারের সাবেক সচিব সাবিহ উদ্দিনকে বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে যুক্তরাজ‌্যে বাংলাদেশের হাই কমিশনার করা হয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একান্ত সচিবের দায়িত্বও তিনি পালন করেছেন এক সময়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনসহ নেতাকর্মীরা হাসপাতালে গিয়ে সাবিহ উদ্দিনের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন বলে শায়রুল জানিয়েছেন।