সকালের ভোটে বিএনপির সন্তোষ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে বলে সন্তোষ প্রকাশ করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2016, 05:46 AM
Updated : 22 Dec 2016, 06:13 AM

বৃহস্পতিবার ভোট শুরুর আড়াই ঘণ্টা পর রাজধানীতে সংবাদ সম্মেলন করে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, “এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ আছে, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। পরিস্থিতি সন্তোষজনক, যা আমাদের প্রার্থী সাখাওয়াত হোসেন খানও বলেছেন।

“আমরা আশা করি, প্রশাসন এমন কোনো আচরণ করবেন না, যাতে নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়।”

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে এ সিটি করপোরেশনের ১৭৪টি কেন্দ্রে একযোগে ভোট শুরু হয়েছে ব্যাপক নিরাপত্তার মধ্যে।

রাজধানীর কাছের এই সিটি করপোরেশনে কি সেলিনা হায়াৎ আইভীই থাকবেন মেয়রের চেয়ারে; নাকি সেই ধারায় ছ্দে টেনে নগর ভবনে যাবেন সাখাওয়াত হোসেন খান- ভোটের ব‌্যালটে নগরবাসী সেই রায় দিচ্ছে।

প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচনে আইভী নৌকা প্রতীকে আওয়ামী লীগের ও সাখাওয়াত ধানের শীষ নিয়ে বিএনপির প্রার্থী হিসেবে লড়ছেন।

নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের রিজভী বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে যেভাবে ভোটগ্রহণ চলছে, এই পরিবেশ যদি শেষ সময় পর্যন্ত অব্যাহত থাকে, তাহলে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন ইনশাল্লাহ।”

যারা এর মধ্যে ভোট দিয়েছেন, তাদের ধন্যবাদ জানিয়ে যারা এখনো ভোট দিতে পারেননি, তাদেরকে বিকাল ৪টার মধ্যে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি।

প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনারদের উদ্দেশ্যে রিজভী বলেন, “আবারও বলছি, আপনাদের বিদায় বেলায় ঘুরে দাঁড়িয়ে আজকের নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে নির্বাচনকে সবার কাছে গ্রহণযোগ্য করে ইতিহাস হয়ে উঠুন।”

ভোটকেন্দ্রগুলোতে শান্তি বজায় রাখতে নির্বাচনী কর্মকর্তা, ম্যাজিস্ট্রেটদের নিরপেক্ষতা বজায় রাখার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে আরও বেশি তৎপর হওয়ারও আহ্বান জানান তিনি।

নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা নাজিমউদ্দিন আলম, ডা. দেওয়ান সালাহউদ্দিন, আবদুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, মুনির হোসেন, সাইফুল ইসলাম পটু ও আমিরুল ইসলাম খান আলিম উপস্থিত ছিলেন।