নাশকতা: আদালতে যাননি ফখরুল, পিছিয়েছে সাক্ষ্যগ্রহণ

পল্টন থানার নাশকতার এক মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে গেছে।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2016, 07:39 AM
Updated : 4 Dec 2016, 07:48 AM

সাক্ষ্য গ্রহণের প্রথম দিন রোববার মামলার সাক্ষী, ফখরুলসহ কয়েকজন আসামি অনুপস্থিত ছিলেন।এছাড়া অন্য আসামিদের বিচারের জন্য প্রস্তুতি না থাকায় আসামিপক্ষ সময়ের আবেদন করে।

মূল বিচারক ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জসীম উদ্দিন ছুটি থাকায় আরেক অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবীর রাজ আবেদনটি শুনে আগামী ৫ এপ্রিল নতুন দিন রাখেন।

এ মামলায় গত ২০ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর বিচার শুরুর নির্দেশ দিয়ে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর হাকিম আলী মাসুদ শেখ ৪ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের দিন রেখেছিলেন।

ওইদিন আসামিদের মধ্যে বিএনপি মহাসচিবসহ ২৪ জন আদালতে হাজির হয়ে নিজেদের নির্দোষ দাবি করেন। অনুপস্থিত বাকি ৫০ জনকে গ্রেপ্তারে পরোয়ানা জারি হয়।

পল্টন থানার এসআই আবু তাহের ২০১২ সালের ৯ ডিসেম্বর পুলিশের কাজে বাধা দেওয়া, পুলিশকে হত্যাচেষ্টা ও বেআইনি সমাবেশের অভিযোগে এই মামলা করেন।

তদন্ত শেষে পল্টন ২০১৪ সালের ২৮ জুলাই পল্টন থানার এসআই আবু জাফর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি কর্মী সাজাদুর রহমানসহ ৭৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

অভিযোগপত্রে বলা হয়, ১৮ দলীয় ঐক্যজোটের রাজপথ অবরোধ কর্মসূচির মধ‌্যে ২০১২ সালের ৯ ডিসেম্বর হোটেল ক্যাপিটালের সামনে বিএনপির মিছিল থেকে পাঁচটি হাতবোমা ছোড়া হয়।

পরে নাইটিঙ্গেল মোড় থেকে দলটির আরও একটি মিছিল আনন্দভবন কমিউনিটি সেন্টারের সামনের রাস্তায় পৌঁছালে ‘পুলিশকে হত্যার উদ্দেশ্যে’ আরও চারটি হাতবোমা ছোড়া হয়।

অবরোধ চলাকালে কাউকে গাড়ি বের না করতে মির্জা ফখরুল ‘হুমকি’ দিয়েছিলেন বলেও লেখা হয়েছে অভিযোগপত্রে।