জঙ্গি-সঙ্গীদের বিচার নিশ্চিতের দাবি শিরীনের

জঙ্গি নির্মূলের পাশাপাশি জঙ্গিসঙ্গীদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ একাংশের সাধারণ সম্পাদক শিরীন আখতার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2016, 03:17 PM
Updated : 28 Oct 2016, 03:17 PM

শুক্রবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে কর্নেল তাহের মিলনায়তনে ঢাকা মহানগর জাসদ ও সহযোগী সংগঠনগুলোর যৌথ প্রতিনিধি সভায় এ কথা বলেন তিনি।

জাসদ সম্পাদক শিরীন বলেন, “জঙ্গি-সঙ্গী আর জঙ্গি উৎপাদন-পুনরুৎপাদনের কারখানা গণতন্ত্রে পুষে রাখা আত্মঘাতী। যুদ্ধাপরাধীদের মতই জঙ্গি-সঙ্গীকে রাজনৈতিকভাবে বর্জন ও বিচারের জন্য আইনি কাঠামো তৈরি করতে হবে।”

৩১ অক্টোবর দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীকে উৎসাহ-উদ্দীপনা এবং নবীন-প্রবীণের মিলন মেলায় পরিণত করার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে এ প্রতিনিধি সভায় জাসদ নেতা অধ্যাপক মো. আনোয়ার হোসেন, হাবিবুর রহমান শওকত, নাদের চৌধুরী, নুরুল আখতার, আফরোজা হক রীনা, শফি উদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম, ওবায়দুর রহমান চুন্নু, রোকনুজ্জামান রোকন, মো. নুরুন্নবী, মুহিবুর রহমান মিহির, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি মুহাম্মদ সামছুল ইসলাম সুমন বক্তব্য রাখেন।