বিএনপির কানে তুলা চোখে ঠুলী: কাদের

রাজনীতিতে হতাশাগ্রস্ত হয়ে বিএনপি ‘কানে তুলা আর চোখে ঠুলী’ দিয়ে ঘরে বসে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2016, 06:14 PM
Updated : 27 Oct 2016, 06:14 PM

আওয়ামী লীগের কাউন্সিলে গণতন্ত্র বা কোনো অর্জন নেই-বিএনপির এই বক্তব্যোর প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার সাংবাদিকদের একথা বলেন তিনি। 

নতুন কমিটির নেতাদের নিয়ে বৃহস্পতিবার বনানী কবরস্থানে পঁচাত্তরের ১৫ অগাস্ট নিহত বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যৃদের কবরে ফুল দেন কাদের।

সাংবাদিকদের প্রশ্নে কাদের বলেন,“বিএনপি নিজেরা গণতন্ত্রে বিশ্বাস করে, আগে সেটা প্রমাণ করুক। তাদের নিজেদের মধ্যেই গণতন্ত্র নেই। তারা হতাশায় বিপর্যস্ত একটা দল এখন।

“কাজেই বিএনপি এখন ‘যারে দেখতে নারি তার চলন বাঁকা’।এটাই তাদের রাজনীতি এবং এটাই তারা করছে।”

আওয়ামী লীগের সম্মেলন নিয়ে সাধারণ মানুষের আগ্রহের দিকটি তুলে ধরে তিনি বলেন, “তারা শুধু ঘরে বসে প্রেস ব্রিফিং করে। তাদের জনগণের সাথে কোনো সংযোগ নেই।জনগণ কী চোখে দেখছে, সেটা তারা জানে না।”

“এত বিদেশি সম্মানিত প্রতিনিধিদের প্রশংসার কথা কি বিএনপি শোনেনি? এ সম্মেলনে তারা শেখ হাসিনার সৃষ্টিশীল ডায়নামিক লিডারশিপের প্রশংসা করেছেন। সেটা বিএনপি তাদের চোখেও দেখেনি।বিএনপি এখন কানে দিয়েছে তুলো, চোখে দিয়েছে ঠুলি।”

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, ফারুক খান, আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ ও জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও এনামুল হক শামীম, সংস্কৃতি–বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ এসময় উপস্থিত ছিলেন।