ছুটি নিয়ে লন্ডন যাচ্ছেন সৈয়দ আশরাফ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বভার মুক্ত হওয়ার ছুটি কাটাতে যাচ্ছেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2016, 01:48 PM
Updated : 24 Oct 2016, 04:29 PM

পারিবারিক কারণে তিনি প্রধানমন্ত্রীর কাছে ১৫ দিনের ছুটির আবেদন করেছেন বলে জানিয়েছেন মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) এ কে এম সাজ্জাদ হোসেন।

তিনি সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পারিবারিক কারণে লন্ডন যেতে ১৫ দিনের ছুটি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন জনপ্রশাসনমন্ত্রী। ছুটি অনুমোদন হলে আগামী শুক্রবারই লন্ডন যাবেন তিনি।”

লন্ডনে অবস্থানরত সৈয়দ আশরাফের স্ত্রী অসুস্থ বলে জানান এপিএস সাজ্জাদ।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, নভেম্বরের শুরুতে সরকারি সফরে সৈয়দ আশরাফের ভিয়েতনাম যাওয়ার সূচি রয়েছে।

কাউন্সিলে নতুন কমিটি গঠনের পর সোমবার মন্ত্রিসভার বৈঠকে থাকলেও সাংবাদিকদের এড়িয়ে গেছেন সৈয়দ আশরাফ। প্রতিক্রিয়া জানতে বারবার জিজ্ঞাসায় তিনি বলেন, ‘সময় হলে’ পরে বলবেন তিনি।

এদিকে ক্ষমতাসীন দলটির নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, দলে তাদের মধ‌্যে ‘মতান্তর’ থাকলেও কোনো ‘মনান্তর’ নেই।

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সৈয়দ নজরুল ইসলামের ছেলে আশরাফ ২০০৭ সালে আওয়ামী লীগের দুঃসময়ে দলের হাল ধরতে এগিয়ে আসেন। পরে কাউন্সিলে দলের সাধারণ সম্পাদক হন তিনি।

টানা দুই মেয়াদে সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পর এবার সভাপতিমণ্ডলীতে স্থান পেয়েছেন তিনি।    

কাউন্সিলে সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন আশরাফ, যাকে চমক বলছেন কাদের।