নাশকতার চার মামলায় ফখরুলের হাজিরা

রাজধানীতে নাশকতার অভিযোগে দায়ের করা চার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2016, 06:04 PM
Updated : 28 Sept 2016, 06:04 PM

রাজধানীর শেরেবাংলা নগর থানার দুটি এবং সূত্রাপুর ও রমনার একটি করে ওই চার মামলায় বুধবার অভিযোগ গঠনে হওয়ার কথা ছিল।

ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলাম ও প্রথম অতিরিক্তি মহানগর দায়রা জজ রুহুল আমিনের আদালতে এসব মামলার শুনানি হয়।

মামলায় ফখরুলসহ অন্যান্য আসামিদের অন্যতম আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফখরুলের পক্ষে আদালতে অভিযোগ গঠনের শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করা হয়।

আবেদনের প্রেক্ষাপটে সূত্রাপুর থানার মামলায় বিচারক আগামী ৩০ অক্টোবর পরবর্তী দিন ধার্য করেছেন।

এছাড়া শেরেবাংলা নগর থানার দুই মামলার একটিতে আগামী ২৬ নভেম্বর ও আরেকটি আগামী বছরের ১ মার্চ এবং রমনা থানার নাশকতার মামলায় আগামী বছরের ১৬ জানুয়ারী অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়।

আইনজীবী মেসবাহ আরও জানান, এসব মামলায় ফখরুল জামিনে রয়েছেন।

২০১৩ সালের প্রথমে এসব মামলা দায়ের করা হয়। পরবর্তীতে পুলিশ তদন্ত করে গত বছরের শেষের দিকে মামলাগুলোর অভিযোগপত্র দাখিল করে।