হান্নান শাহর মৃত্যুতে বিএনপির ৪ দিনের শোক

আ স ম হান্নান শাহর মৃত্যুতে চার দিনের শোক ঘোষণা করেছে তার দল বিএনপি।

জ‌্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2016, 08:28 AM
Updated : 27 Sept 2016, 08:28 AM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি জানিয়েছে, শোক পালনে মঙ্গলবার থেকে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখবে তারা। সেই সঙ্গে শুক্রবার পর্যন্ত থাকবে কালো পতাকা।

এছাড়া প্রয়াতের আত্মার শান্তি কামনায় শুক্রবার সারাদেশে দোয়া মাহফিল করবে বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটির সদস‌্য সাবেক মন্ত্রী হান্নান শাহ মঙ্গলবার ভোরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সেখানে তার হৃদরোগের চিকিৎসা চলছিল।

আ স ম হান্নান শাহ (ফাইল ছবি)

বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা হান্নান শাহ ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে অবসরে যাওয়ার পর বিএনপিতে সক্রিয় হন। ১৯৯১-৯৬ মেয়াদে বিএনপি সরকারের পাটমন্ত্রী ছিলেন তিনি।

বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হান্নান শাহের জন‌্য নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শোক বই খোলা হয়েছে।

বিকল্পধারা বাংলাদেশ এর সভাপতি সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অলি আহমেদ, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাপ সভাপতি জেবেল রহমান গানি, এনডিপির সভাপতি খন্দকার গোলাম মূর্তজা, ইসলামিক পার্টির আবু তাহের চৌধুরী, ডিএল এর সাইফুদ্দিন আহমেদ মনি আলাদা শোক বার্তায় হান্নান শাহের মৃত্যুতে শোক প্রকাশ করে তার আত্মার শান্তি কামনা করেছেন।

এছাড়া বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, উলামা দল, ছাত্রদল, জাসাস, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন্, এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন, সম্মিলিত পেশাজীবী পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে হান্নান শাহের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে।