ধর্মীয় ‘উসকানি’: খালেদার বিরুদ্ধে প্রতিবেদন ৩১ অক্টোবর

‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ ও ‘উসকানির’ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ফের পিছিয়েছে।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2016, 08:25 AM
Updated : 27 Sept 2016, 08:25 AM

মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদ আগামী ৩১ অক্টোবর প্রতিদেন জমা দেওয়ার নতুন দিন রেখেছেন।

এ নিয়ে ২৪ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের সময়।

এদিন প্রতিবেদন দেওয়ার তারিখ থাকলেও শাহবাগ থানা পুলিশ তা দিতে না পারায় বিচারক নতুন তারিখ দেন।

২০১৪ সালের ২১ অক্টোবর বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা করেন।

মামলার আর্জিতে বলা হয়, খালেদা জিয়া ওই বছরের ১৪ অক্টোবর বিকালে শুভ বিজয়া অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বলেছিলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতার মুখোশ পরে আছে। আসলে দলটি ধর্মহীনতায় বিশ্বাসী’।

‘আওয়ামী লীগের কাছে কোনো ধর্মের মানুষ নিরাপদ নয়। আওয়ামী লীগ ক্ষমতায় এসে হিন্দুদের সম্পত্তি দখল করেছে। হিন্দুদের ওপর হামলা করেছে’ বলেও খালেদা মন্তব‌্য করেছিলেন বলে আর্জিতে বলা হয়।

ওই দিন শুনানি শেষে শাহবাগ থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন বিচারক।