হজের পর দেশে ফিরে প্রথম অফিস করলেন খালেদা

হজ পালন করে দেশে ফেরার পর শনিবার রাতে প্রথম অফিস করলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2016, 05:42 PM
Updated : 25 Sept 2016, 08:09 AM

শনিবার রাত ৯টা ১০ মিনিটে গুলশানে নিজের কার্যালয়ে আসেন বিএনপি নেত্রী। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কার্যালয়ের কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান।

এরপর মির্জা ফখরুলসহ স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, শওকত মাহমুদ, কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহাসহ অন্যান্য নেতারা দেশের সার্বিক অবস্থা সম্পর্কে চেয়ারপার্সনকে অবহিত করেন।

এরপর কিছু কেন্দ্রীয় নেতা-কর্মীকে সাক্ষাৎ দেন খালেদা জিয়া ।

হজ পালন শেষে গত বৃহস্পতিবার মদিনা থেকে দেশে ফেরেন খালেদা জিয়া।

ছেলে তারেক রহমানসহ পরিবারের সদস্যদের নিয়ে বিএনপি চেয়ারপারসন এবার সৌদি বাদশা সালমানের আমন্ত্রণে হজ করেন। গত ৭ সেপ্টেম্বর খালেদা জিয়া ঢাকা এবং ছেলে তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান ও প্রয়াত আরাফাত রহমানের স্ত্রী শর্মিলা রহমান লন্ডন থেকে জেদ্দায় যান।

হজ শেষ করে মদিনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) রওজা মোবারক জিয়ারত করে বৃহস্পতিবার দেশে ফেরেন খালেদা জিয়া; আর লন্ডন যান তারেকসহ পরিবারের সদস্যরা।