বিএনপির সেলিমাসহ ১৪ জনকে গ্রেপ্তারে পরোয়ানা

পল্লবী থানার নাশকতার এক মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ১৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2016, 08:44 AM
Updated : 22 Sept 2016, 09:44 AM

বৃহস্পতিবার এক নম্বর ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কামরুল হোসেন মোল্লা মামলার অভিযোগপত্র আমলে নিয়ে পরোয়ানা জারি করেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তাপস পাল জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আসামিদের গ্রেপ্তারের বিষয়ে আগামী ২ নভেম্বর প্রতিবেদন দিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন বিচারক।

পরোয়ানাপ্রাপ্ত অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন নবী খান সোহেলও রয়েছেন। এই মামলায় ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া জামিনে রয়েছেন।

পল্লবীর আপ্যায়ন কমিউনিটি সেন্টারের সামনে গত বছরের ২ ফেব্রুয়ারি পেট্রোল বোমা ছুড়ে বিআরটিসির গাড়ি পোড়ানোর অভিযোগে চালক জিল্লুর রহমান পল্লবী থানায় এ মামলা করেন।

গত ১৬ জুন এ মামলায় আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।