শহীদ কাদরীর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলা ভাষার অন্যতম কবি শহীদ কাদরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2016, 06:20 PM
Updated : 29 August 2016, 06:20 PM

সোমবার দলের প্যাডে এক শোকবার্তায় তিনি বলেন, “কবি শহীদ কাদরীর ‍মৃত্যু দেশবাসীর মতো আমাকে গভীরভাবে শোকাহত করেছে। তার মৃত্যুতে দেশবাসী একজন প্রতিভাবান কবিকে হারিয়েছে, যার অভাব সহজে পূরণ হবার নয়।”

একুশে পদকপ্রাপ্ত কবির রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, “আধুনিক মনন ও জীবনবোধ সৃষ্টিতে কবি শহীদ কাদরীর অবদান অনস্বীকার্য্। ‘উত্তরাধিকার’, ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’ ও ‘কোথাও কোনো ক্রন্দন নেই’ – এই তিনটি কাব্যগ্রন্থ দিয়েই বাংলার জনপ্রিয় কবিদের তালিকায় কবি শহীদ কাদরী নিজের স্থান করে নিয়েছেন।

“মানুষের সুখ-দুঃখ, প্রেম-বিরহ, স্বদেশ প্রেম এবং মানবিক বোধের সম্মিলন ঘটেছে তার কবিতায়।”

নিউ ইয়র্কের নর্থ শোর বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার স্থানীয় সময় সকাল ৮টা ২০ মিনিটে মারা যান কবি শহীদ কাদরী।

এক দশকেরও বেশি সময় ধরে কিডনির সমস্যায় ভুগতে থাকা শহীদ কাদরী গত পাঁচ বছর ধরে হুইল চেয়ারে চলাফেরার করতেন। মৃত্যুর কিছুদিন আগে নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি।