বিএনপির ঢাকা জেলা কমিটিতে নতুন নেতৃত্ব

সাবেক সংসদ সদস‌্য দেওয়ান মো. সালাউদ্দিন বাবুকে সভাপতি এবং খন্দকার আবু আশফাককে সাধারণ সম্পাদক করে ঢাকা জেলার নতুন কমিটি করেছে বিএনপি।

জ‌্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2016, 04:09 PM
Updated : 29 August 2016, 04:09 PM

সোমবার রাতে দলের সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটির কথা জানানো হয়।

কমিটিতে নাজিমউদ্দিন মাস্টারকে জ‌্যেষ্ঠ সহসভাপতি, আহসান হাবিব নওয়াবকে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এবং রেজাউল করিম পলককে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

ঢাকা জেলা শাখার নির্বাহী কমিটির ৫৬ সদস্যের আংশিক এই কমিটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মহানগরীর বাইরে ঢাকার পাঁচটি উপজেলায় বিএনপির কার্যক্রম পরিচালনা হয় জেলা কমিটির মাধ‌্যমে।

আগে ঢাকা জেলার সভাপতি ছিলেন আবদুল মান্নান এবং সাধারণ সম্পাদক ছিলেন আমানউল্লাহ আমান।

এক ব‌্যক্তি একাধিক পদে থাকতে পারবেন না বলে নিয়ম হওয়ার পর বিএনপির নতুন নির্বাহী কমিটিরভাইস চেয়ারম‌্যান মান্নান এবং উপদেষ্টা পরিষদের সদস‌্য আমানজেলার পদ ছেড়ে দেন।

ঢাকা জেলার পাশাপাশি দিনাজপুর জেলা কমিটিও অনুমোদন দিয়েছেন ফখরুল। এই কমিটির আহ্বায়ক করা হয়েছে এজেড এম রেজওয়ানুল হককে।

যুগ্ম আহ্বায়ক করা হয়েছে লুৎফর রহমান মিন্টু, আখতারুজ্জামান মিয়া, রেজিনা ইসলাম, মোফাজ্জল হোসেন দুলাল, খালেকুজ্জামান বাবু, মাহবুব আহমেদ, হাসানুজ্জামান উজ্জল, আনিসুর রহমান চৌধুরী, মোকাররম হোসেনসহ ৫১ জনকে।