বিনিয়োগ বাড়াতে জন কেরির প্রতি রওশনের আহ্বান

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী জন কেরির প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেত্রী জাতীয় পার্টির সিনিয়র কোচেয়ারম্যান রওশন এরশাদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2016, 01:17 PM
Updated : 29 August 2016, 02:38 PM

সোমবার বিকালে রাজধানীর এডওয়ার্ড এম কেনেডি সেন্টার ফর পাবলিক সার্ভিস অ্যান্ড আর্টস(ইএমকে) সেন্টার মিলনায়তনে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।

রওশন বলেন, “যুক্তরাষ্ট্র এই দেশে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে উন্নয়নের অন্যতম অংশীদার হতে পারে।”

পাশাপাশি নারীর ক্ষমতায়ন বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ এবং দেশটির বাজারে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা বাড়ানোরও আহ্বান জানান তিনি।

এক দিনের সংক্ষিপ্ত সফরে সোমবার সকালে ঢাকা আসেন জন কেরি। ২০১২ সালে হিলারি ক্লিনটনের সফরের পর যুক্তরাষ্ট্রের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এই প্রথম বাংলাদেশ সফর।

বাংলাদেশে পৌঁছে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন শেষে বেলা ১২টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।