সেপ্টেম্বর থেকে ১০ টাকায় চাল পাবে দুঃস্থরা: খাদ‌্যমন্ত্রী

সেপ্টেম্বর মাস থেকে দুঃস্থ ও গরিবদের কাছে ১০টাকা কেজি দরে চাল বিক্রি করবে সরকার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2016, 10:42 AM
Updated : 27 August 2016, 10:42 AM

শনিবার দুপুরে খাদ‌্যমন্ত্রী কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ‌্য দিয়ে বলেন, “মাসের প্রথম দিন থেকেইএই চাল বিক্রি শুরু হবে।”

বছরে পাঁচ মাস গরিব মানুষের কাছে এই চাল বিক্রি করা হবে জানিয়ে তিনি জানান, খাদ‌্য মন্ত্রণালয়ের অধীনে চাল বিক্রি কার্যক্রম পরিচালিত হবে।

২০০৭ সাল থেকে ওএমএস কর্মসূচির আওতায় ট্রাকে করে খোলা বাজারে চাল বিক্রি শুরু করে সরকার, যা এখনো চলছে।

তবে সরকারের খাদ‌্য মন্ত্রণালয়ের অধীনে এবারই প্রথমবারের মত সরাসরি দুঃস্থ ও গরিব মানুষের কাছে বছরে পাঁচমাস চাল বিক্রির প্রক্রিয়া শুরু করা হচ্ছে।

তবে কোন প্রক্রিয়ায় ১০টাকা কেজি দরে চাল বিক্রি করা হবে তা পরিষ্কার করেননি মন্ত্রী কামরুল।