শরিক নেতাদের নিয়ে চীন গেছেন সৈয়দ আশরাফ

শরিক দলের প্রতিনিধিদের নিয়ে সাত দিনের সফরে চীন গেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2016, 03:34 PM
Updated : 23 August 2016, 03:34 PM

চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে ১৫ সদস্যের প্রতিনিধি দল নিয়ে মঙ্গলবার তিনি চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বলে সরকারি তথ্যবিবরণীতে জানানো হয়।

এতে বলা হয়, চীন সরকারের আয়োজনে বাংলাদেশের প্রতিনিধি দল সেদেশে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। এসব অনুষ্ঠানে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও বাংলাদেশের উন্নয়নে চীন সরকারের সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয় দেশের নেতারা আলোচনা করবেন।

সফরে সৈয়দ আশরাফের সঙ্গে রয়েছেন, দিলীপ বড়ুয়া, তৃপ্তি রানী বড়ুয়া, সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা ও শিরীন আক্তার, এটি এম এনামুল হক, অসীম কুমার উকিল, শাহাদৎ হোসাইন, এস কে শিকদার, আবুল খায়ের সিদ্দীক আবু, অশীত বরণ রায়, বিপ্লব বড়ুয়া, এ কে এম সাজ্জাদ হোসেন ছাড়াও বাংলাদেশ টেলিভিশনের দুই জন কর্মকর্তা।

৩১ অগাস্ট তাদের দেশে ফেরার কথা রয়েছে।