সহিংসতার মামলায় ফখরুলদের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পিছিয়েছে

পল্টনে গাড়ি পোড়ানো, ভাংচুর ও সহিংসতার এক মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ফের পিছিয়েছে।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2016, 07:54 AM
Updated : 23 August 2016, 07:54 AM

মওদুদ আহমদসহ মামলার কয়েক আসামির অসুস্থতার কারণ দেখিয়ে মঙ্গলবার সময়ের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা।

আবেদন শুনে মহানগর হাকিম নূর নবী ১০ অক্টোবর নতুন দিন ঠিক করে দেন বলে আসামিপক্ষের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ জানান।

তিনি বলেন, আসামিদের মধ্যে বিএনপির মহাসচিব ফখরুল ও মির্জা আব্বাসসহ ২০ নেতাকর্মী এদিন আদালতে উপস্থিত ছিলেন।

“অসুস্থতার জন্য মওদুদ আহমেদ আদালতে আসতে পারেননি। তিনিসহ অন্যদের চিকিৎসার জন্য সময়ের আবেদন করলে আদালত ১০ অক্টোবর নতুন দিন ঠিক করে দেন।” 

হরতাল-অবরোধ চলাকালে পল্টন এলাকায় গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে ২০১৩ সালের ২ মার্চ শাজাহানপুর থানায় সহিংসতার এ মামলা হয়।

ওই বছরের ২৬ মার্চ মির্জা ফখরুল, মওদুদ, আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও আমান উল্লাহ আমানসহ বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলায় অভিযোগপত্র দেয়া হয়।