সেদিন কোথায় ছিলেন: ফখরুলকে হানিফ

একুশে অগাস্টের গ্রেনেড হামলাকে এখন ‘কলঙ্কের’ বলার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তখনকার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ নেতা মাহাবুব-উল আলম হানিফ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2016, 02:48 PM
Updated : 22 August 2016, 02:48 PM

তিনি সোমবার ঢাকা মহানগর নাট‌্যমঞ্চে এক আলোচনা সভায় বলেন, “যেদিন হাওয়া ভবন থেকে এই হত্যাকাণ্ড পরিচালনা করা হয়েছিল, সেদিন আপনি কোথায় ছিলেন?”

বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকার সময় ২০০৪ সালে বঙ্গবন্ধু এভিনিউতে শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলায়  কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন।

শেখ হাসিনাকে হত‌্যাচেষ্টার এই মামলায় খালেদা জিয়ার ছেলে বিএনপির জ‌্যেষ্ঠ ভাইস চেয়ারম‌্যান তারেক রহমানও আসামি।

খালেদার তখনকার রাজনৈতিক কার্যালয় হাওয়া ভবন থেকে এই হামলার ষড়যন্ত্র হয়েছিল বলে আওয়ামী লীগ নেতাদের অভিযোগ।  

তখনকার প্রতিমন্ত্রী ফখরুলকে উদ্দেশ করে হানিফ বলেন, “ফখরুল সাহেব গতকাল আপনি বলেছেন, ২১ অগাস্টের ঘটনা ইতিহাসের কলঙ্ক। তাহলে আপনার লজ্জা করে না? কী করে আপনি সেই নেত্রীর সাথে এখনও রাজনীতি করেন। লজ্জাটা আপনার কোথায়?”

বঙ্গবন্ধু হত‌্যাকাণ্ডে জিয়াউর রহমানের জড়িত থাকার অসংখ‌্য প্রমাণ রয়েছে বলেও দাবি করেন আওয়ামী লীগের এই নেতা।

জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় সদস্য এস এম কামাল হোসেন, শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম।