তারেকের সাজার প্রতিবাদে ছাত্র ও স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি

মুদ্রা পাচার মামলায় উচ্চ আদালতের রায়ে তারেক রহমানের কারাদণ্ড হওয়ার প্রতিবাদে শুক্রবার ও রোববার বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বিএনপির দুই সহযোগী সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্রদল।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2016, 04:39 PM
Updated : 21 July 2016, 04:39 PM

স্বেচ্ছাসেবক দল শুক্রবার জেলা ও মহানগরে বিক্ষোভ এবং ছাত্রদল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ধমর্ঘট ডেকেছে।

বৃহস্পতিবার হাই কোর্টের রায়ের পর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল পৃথক পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করে।

ঘুষ হিসেবে আদায়ের পর ২০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে করা এ মামলায় জজ আদালত ২০১৩ সালে বিএনপির তারেককে খালাস এবং তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছিল।

ওই রায়ের বিরুদ্ধে আপিলের রায়ে হাই কোর্ট বৃহস্পতিবার মামুনের সাজা বহাল রেখে তারেকের খালাসের রায় বাতিল করেছে। খালেদা জিয়ার ছেলে তারককে সাত বছরের কারাদণ্ডের সঙ্গে করা হয়েছে ২০ কোটি টাকা জরিমানা।

বিএনপির অভিযোগ, আদালত সরকারের ‘ইচ্ছা পূরণে’ এই রায় দিয়েছে।