‘জাপার কারণেই আ.লীগ সুন্দর’

বিরোধী দলের এক সংসদ সদস্য দাবি করেছেন, তার দল জাতীয় পার্টি আছে বলেই আওয়ামী লীগ ‘সুন্দর’।

সংসদ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2016, 11:04 AM
Updated : 25 June 2016, 11:04 AM

শনিবার বাজেটের ওপর আলোচনায় জাতীয় পার্টির সংসদ সদস্য শওকত চৌধুরী বলেন, “জাতীয় পার্টি বেঈমানি করেনি। আমাদের কারণেই আওয়ামী লীগ তিনবার ক্ষমতায় এসেছে। এ কথা ভুলে যাবেন না।

“আমাদের ফেলে দিবেন না। আমরা আছি বলেই আপনারা সুন্দর।”

২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে নানা নাটকের জন্ম দিলেও শেষ পর্যন্ত বিএনপিহীন সংসদে বিরোধী দলের আসনে বসে এইচ এম এরশাদের দল জাতীয় পার্টি।

সাবেক এই সামরিক শাসক বর্তমানে প্রধানমন্ত্রীর বিশেষ দূত। তার স্ত্রী রওশন এরশাদ সংসদে বসেন বিরোধী দলীয় নেতার আসনে। আবার জাতীয় পার্টির তিন এমপি সরকারের মন্ত্রিসভারও সদস্য।

শওকত চৌধুরী বলেন, “আওয়ামী লীগ ও জাতীয় পার্টি এক থাকলে ভবিষ্যতে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না।”

অবশ্য সাম্প্রতিক ইউপি নির্বাচনে সহিংসতা দমন করতে না পারার জন্য আওয়ামী লীগকেই দায়ী করেছেন বিরোধী দলের এই সাংসদ। 

তিনি বলেন, “আওয়ামী লীগের ৩-৪ জন করে প্রার্থী, বিদ্রোহী প্রার্থী থাকার জন্যই মারামারি-গণ্ডগোল হয়েছে।”

অন্যদের মধ্যে আওয়ামী লীগের শামসুল হক, মাহমুদ উস সামাদ চৌধুরী, এবি তাজুল ইসলাম, শামসুল হক টুকু, আখম জাহাঙ্গীর হোসাইন, আতিউর রহমান আতিক, শরীফ আহমেদ, মো. আবদুল্লাহ, হাজেরা খাতুন, রিফাত আমিন, জাসদের শিরীন আখতার, লুৎফা তাহের এবং জাতীয় পার্টির এ বিএম রুহুল আমিন হাওলাদার, সালমা ইসলাম এদিন আলোচনায় অংশ নেন ।