সংকুচিত হচ্ছে জনগণের গণতান্ত্রিক অধিকার: সেলিম

শাসক শ্রেণির রাজনৈতিক দলগুলোর ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির খেসারত দিতে গিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্রমান্বয়ে সংকুচিত করা হচ্ছে মন্তব্য করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2016, 05:49 PM
Updated : 24 June 2016, 05:49 PM

শুক্রবার মুক্তিভবনে পার্টির জাতীয় পরিষদের সভায় তিনি বলেন, “দেশে এখন এক ভয়াবহ অবস্থা বিরাজ করছে। উগ্র সাম্প্রদায়িক সশস্ত্র গোষ্ঠী তাদের অপতৎপরতা জোরদার করেছে। সরকার জনগণের নিরাপত্তা দিতে পারছে না।

“টার্গেট করে প্রকাশ্যে হত্যা, গুপ্ত হত্যা, ধর্ষণ, দখল, ‘ক্রসফায়ারের’ নামে বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ড, গুম, হত্যা বেড়েই চলেছে। জনগণের গণতান্ত্রিক অধিকার ক্রমান্বয়ে সংকুচিত করা হচ্ছে।”

পরিষদ সভার সভাপতি সেলিম আরও বলেন, “শাসকশ্রেণির দলগুলোর ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির বলি হচ্ছে জনগণ। মুক্তিযুদ্ধের ধারা থেকে দেশকে সরিয়ে নেয়াই বর্তমান সংকটের মূল কারণ।”

বর্তমান সংকট থেকে মুক্তি পেতে সমাজতন্ত্রের লক্ষ্যে মুক্তিযুদ্ধের ধারায় দেশকে অগ্রসর করতে হবে বলে মনে করেন সিপিবির এই নেতা।

“১৯৭২-এর সংবিধানের মূল ভিত্তি পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। সমস্ত দ্বিধা-দ্বন্দ্ব, হতাশা, দ্যোদুল্যমানতা কাটিয়ে উঠে বিপ্লবী জাগরণ ঘটাতে হবে। চলমান সংকট কাটাতে দ্বি-দলীয় মেরুকরণের বাইরে বাম-গণতান্ত্রিক বিকল্প গড়ে তুলতে হবে, শক্তিশালী করতে হবে কমিউনিস্ট পার্টিকে।”

সভায় রিপোর্ট পেশ করেন সিপিবি’র সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ; শোক প্রস্তাব উত্থাপন করেন কেন্দ্রীয় কমিটির সদস্য অনিরুদ্ধ দাশ অঞ্জন।

এ সময় অন্যদের মধ্যে আব্দুল হালিম, জামসেদ আনোয়ার তপন, গাজী গোলাম মোস্তফা, মোতালেব মোল্লা, অধ্যক্ষ আবু হোসেন, আ. রউফ, সৈয়দ আহমেদ, মোজাহারুল হক, হাফিজ আদনান রিয়াদ, ডা. তপন বসু, রসু আক্তার, হাফিজুল ইসলাম, জয়নাল খান, মাকসুদা আখতার, ম হেলাল উদ্দিন, লাকী আক্তার, নলিনী কান্ত সরকার, শ ম কামাল হোসেন ব্ক্তব্য দেন।