আ. লীগের সম্মেলনে আমন্ত্রণ পাবে জামায়াত ছাড়া সবাই

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে জামায়াতে ইসলামী ছাড়া দেশের সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2016, 04:55 PM
Updated : 26 May 2016, 04:55 PM

বৃহস্পতিবার রাজধানীর ধানমণ্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

আগামী ১০ ও ১১ জুলাই আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হবে।

সম্মেলন প্রস্তুতি পরিষদের অভ্যর্থনা উপ-কমিটির বৈঠকের পরই সংবাদ সম্মেলনে আসেন দীপু মনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “জামায়াতে ইসলামী ছাড়া দেশের সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে।”

বাংলাদেশে ক্ষমতাসীন দলের  সম্মেলনে ১৫-২০টি বিদেশি রাষ্ট্রের রাজনৈতিক দলও আমন্ত্রণ পাচ্ছে।

সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সাহারা খাতুন, সতীশ চন্দ্র রায়, ফারুক খান, শাহরিয়ার আলম, জুনাইদ আহমেদ পলক, নাজমুল হাসান, আ ফ ম বাহাউদ্দিন নাছিম,  মীজানুর রহমান, মুহাম্মদ সামাদ।