চিকিৎসা নিয়ে ফিরেছেন ফখরুল-তরিকুল

চিকিৎসা নিয়ে থাইল্যান্ড থেকে ফিরেছেন বিএনপির শীর্ষ পর্যায়ের দুই নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তরিকুল ইসলাম।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2016, 11:13 AM
Updated : 4 May 2016, 11:13 AM

বুধবার বিকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুজন একসঙ্গে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন।

বিএনপি মহাসচিব ফখরুলের সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও ফেরেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুলের সঙ্গে ছিলেন স্ত্রী নার্গিস ইসলাম ও ছোট ছেলে অনিন্দ্য ইসলাম অমিত।

দলের দুই নেতাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

গত ২৮ এপ্রিল ফখরুল ব্যাংকক যান। সেখানে ব্রামরুনগ্রাড হসপিটালে তিনি চিকিৎসা নেন।

বিএনপি মহাসচিবের ঘাড়ে ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ায় সুপ্রিম কোর্ট তার অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে গত বছরের জুলাই মাসে তাকে জামিন দেয়।

এবার বিদেশে থাকার মধ্যেই পল্টন থানার একটি নাশকতার মামলায় ফখরুলের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

তরিকুল ইসলাম (ফাইল ছবি)

বিমানবন্দরে নামার পর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুকের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত এবং খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লায় মানহানির মামলার নিন্দা জানান ফখরুল। 

তিনি সাংবাদিকদের বলেন, “এটা রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত। আওয়ামী লীগ সরকার বরাবরই এরকম করে আসছে।”

“আমার যতটুকু মনে পড়ে, তিনি ওই সময়ে (একাত্তরে) বিদেশে ছিলেন,” ওসমান ফারুকের বিষয়ে বলেন ফখরুল।

কিডনি জটিলতা ও হৃদরোগে অসুস্থ তরিকুল গত ২০ এপ্রিল চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপিটালে চিকিৎসা নিয়ে তিনি ব্যাংককে যান এবং সেখানে হৃদরোগের চিকিৎসা নেন।