নাশকতার মামলায় ফখরুলদের বিরুদ্ধে অভিযোগপত্র

রাজধানীর পল্টন থানার নাশকতার একটি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির ৪৩ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2016, 01:31 PM
Updated : 3 May 2016, 01:31 PM

আসামিদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাবেক যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দল নেতা শরাফত আলী সপু, সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জালাল আহমেদ বলেন, মঙ্গলবার সন্ধ্যায় তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই তবিবুর রহমান দুটি অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রের একটি নাশকতার অভিযোগে এবং অন্য বিস্ফোরক আইনে।

রফিকুল ইসলাম মিয়াসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আবেদনও আদালতে করা হয়েছে বলে জানান এসআই জালাল।

২০১৪ সালের ২৯ ডিসেম্বরে রাজধানীর নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পল্টন থানার এএসআই আব্দুল মালেক হাওলাদার অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলাটি করেন।

সরকারবিরোধী আন্দোলনে নাশকতার অভিযোগে ফখরুলের বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার হয়ে কয়েকমাস কারাগারেও ছিলেন।