উন্নয়ন চাইলে ন্যায্য মজুরি ও ট্রেড ইউনিয়ন দিন: ইনু

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাইলে সব শ্রমিকের ন্যায্য মজুরি ও ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 May 2016, 08:03 AM
Updated : 1 May 2016, 08:22 AM

রোববার সকালে রাজধানীর জিরো পয়েন্ট মোড়ে মে দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে জাসদের একাংশের সভাপতি ইনু এ দাবি জানান।

তিনি বলেন, দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাইলে নারী ও পুরুষ শ্রমিকের মধ্যে বৈষম্য দূর করতে হবে, নিরাপত্তা সমস্যা দূর করতে হবে।

“তাদের ন্যায্য মজুরি ও ট্রেড ইউনিয়ন করার অধিকার অক্ষরে অক্ষরে দিতে হবে। তাদের জন্য ন্যূনতম মজুরি কমিশন গঠন করতে হবে।”

রাজপথ ও সংসদের পাশাপাশি মন্ত্রিপরিষদের বৈঠকেও জাসদ ‘শ্রমিকদের পাশে থাকে’ বলে দাবি করেন দলের সভাপতি ইনু।

তিনি বলেন, “শ্রমিকরা কাঁদবে আর মালিকরা হাসবে; এই অবস্থা চলতে দেওয়া হবে না। সকল জায়গায় শ্রমিক অধিকারের কথা জোরালোভাবে তুলে ধরা হবে।”

জাসদ সমর্থিত জাতীয় শ্রমিক জোটের এ সমাবেশে অন্যদের মধ্যে জাসদের এ অংশের সাধারণ সম্পাদক শিরিন আক্তার, অধ্যাপক আনোয়ার হোসেন, নাদের চৌধুরী বক্তব্য দেন।