খালেদার অপেক্ষায় সোহরাওয়ার্দী

কাউন্সিলের মধ্য দিয়ে দল গোছানোর প্রক্রিয়া শুরুর পর মে দিবসে শ্রমিক সমাবেশে প্রথমবারের মতো নেতা-কর্মীদের সামনে আসছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 May 2016, 07:33 AM
Updated : 1 May 2016, 07:57 AM

রোববার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয়তাবাদী শ্রমিক দলের এই শ্রমিক সমাবেশে খালেদা প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তার প্রেস সচিব মারুফ কামাল খান।

তিনি বলেন, “বিকাল সাড়ে ৩টার মধ্যে তিনি সোহরাওয়ার্দী উদ্যানে এসে পৌঁছাবেন।”

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে বেলা দেড়টায় এই সমাবেশ শুরু হয়।

এর আগে সকালে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের সব প্রস্তুতি শেষ হয়েছে। এখন দেশনেত্রীর অপেক্ষায় আছি আমরা।”

সমাবেশ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকা সাজানো হয়েছে ব্যানার, ফেস্টুনে। এসব ডিজিটাল ব্যানারে দেখা যাচ্ছে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি।

নির্বাচনের বর্ষপূর্তিতে গতবছর ৫ জানুয়ারি থেকে তিন মাসের টানা হরতাল-অবরোধের পর সোহরাওয়ার্দী উদ্যানে আর কোনো সমাবেশ হয়নি বিএনপির। ঐতিহাসিক এই উদ্যানে খালেদার সর্বশেষ সমাবেশ হয় ২০১৪ সালের ২০ জানুয়ারি।

আর নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তির দিন এ বছর ৫ জানুয়ারি নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে জনসভায় বক্তৃতা করেন খালেদা জিয়া।

ঢাকা মহানগর পুলিশ ২৪ শর্তে শ্রমিক দলকে মে দিবসের সমাবেশের অনুমতি দিয়েছে, যাতে বলা হয়েছে বিকাল সাড়ে ৫টার মধ্যে শেষ করতে হবে। যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়- এমন কিছু করা যাবে না।