একাত্তরের দোসরেরা এখন ‘অত্যন্ত সক্রিয়’: মোজাম্মেল হক

একাত্তরের দোসর যুদ্ধাপরাধীরা বর্তমানে ‘অত্যন্ত সক্রিয়’ বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2016, 04:12 PM
Updated : 30 April 2016, 04:12 PM

শনিবার সন্ধ্যায় ঢাকায় এক আলোচনা সভায় তিনি বলেন, “একাত্তরের ষোল ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীকে আমরা পরাজিত করতে পেরেছি। কিন্তু এদের দোসর যুদ্ধাপরাধী রাজাকার, আলবদর, আল সামস ছিল- তাদের কিন্তু সেদিন পতন হয়নি।

“তারা ঘাপটি মেরে ছিল। পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে তারা আবার সক্রিয় হয়ে উঠেছে, এখন তারা অত্যন্ত সক্রিয়।”

রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ‘বাংলাদেশের সংস্কৃতি চর্চা ও বঙ্গবন্ধু’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে সার্কসা অনলাইন জার্নালিস্ট ফোরাম নামের একটি সংগঠন।

সভা থেকে সাম্প্রতিক সময়ে দেশে ভিন্ন মতের মানুষদের গুপ্তহত্যায় একাত্তরের পরাজিত স্বাধীনতাবিরোধীদের দায়ী করেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী মোজাম্মেল হক।

“একাত্তরের দোসররা আজ দেশে অরাজকতা সৃষ্টি করতে গুপ্তহত্যা চালাচ্ছে। তাদের ছোবল থেকে যেন মানুষ বাঁচতে পারে তাই এ বছর পহেলা বৈশাখে সব কিছু ৫টার মধ্যে শেষ করতে হয়েছে।

“কারণ এই পহেলা বৈশাখ নিয়ে শুনতে হয়েছে- এটা নাকি হিন্দুদের অনুষ্ঠান, (ইসলাম) ধর্ম বিরোধী।”

ধর্মের নামে মিথ্যাচার করে মানুষকে কেউ যাতে বিভ্রান্ত না করতে পারে সেজন্য সংস্কৃতি চর্চা বাড়ানোর ওপর গুরুত্ব দেন মন্ত্রী। 

দৈনিক নবচেতনা পত্রিকার নির্বাহী সম্পাদক রেদুয়ান খন্দকারের সভাপতিত্বে সভায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু উপস্থিত ছিলেন।