দলীয়ভাবে ইউপিতে ভোট: বিএনপির আপত্তি, আইনে বাঁধা ইসি

ইউনিয়ন পরিষদে দলীয় প্রতীকে ভোটের সিদ্ধান্তে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2016, 11:28 AM
Updated : 14 Feb 2016, 11:28 AM

অবশ্য নির্বাচন কমিশন বলছে, এ বিষয়ে তাদের কিছুই করার নেই।

তফসিল ঘোষণার পর রোববার প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বরাবর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি চিঠি পৌঁছে দেন যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সিইসির দেখা না পেয়ে ইসি সচিব সিরাজুল ইসলামের হাতে চিঠিটি তুলে দেন তিনি।

পরে সাংবাদিকদের রিজভী বলেন, “দলীয়ভাবে ইউপি ভোট করা অযৌক্তিক। দলীয়ভাবে ইউপি নির্বাচন হলে সামাজিকভাবে বিরূপ প্রতিক্রিয়া পড়বে। ইউপিতে প্রার্থীরা ব্যক্তি পরিচয়ে পরিচিত, রাজনৈতিক পরিচয় কাজ করে না।”

ইউনিয়ন পরিষদে ‘একতরফা’ নির্বাচনের আশঙ্কার মধ্যেও গণতন্ত্রের স্বার্থে বিএনপি অংশ নিচ্ছে বলেও জানান তিনি।

তফসিল হওয়ার পর কেন এই আপত্তি- জানতে চাওয়া হলে রিজভী বলেন, “আমরা এর আগে পৌরসভা নির্বাচনে বিষয়টি জানিয়েছি। কিন্তু ইসি বিষয়টি আমলে নেয়নি।”

বিএনপির আপত্তির বিষয়ে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ জানান, আইনের আলোকে বিধিমালা করে গেজেট প্রকাশ করা হয়েছে। ইতোমধ্যে তফসিল ঘোষণা করা হয়েছে।

“আইন প্রণয়ন করে সংসদ। সংসদ দলীয়ভাবে ইউপি করার সিদ্ধান্ত নিয়েছে। এ পর্যায়ে আমাদের করার কিছু করার নেই।”

এই নির্বাচন কমিশনার মনে করেন, দলীয়ভাবে ভোট হওয়ায় সংঘাত ও সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা নেই।

শাহনেওয়াজ বলেন, “আমরা পৌর নির্বাচনও দলীয়ভাবে করেছি। এতে কোনো খারাপ পরিস্থিতি হয়নি। ইউপি ভোটেও কোনো সম্প্রীতি নষ্ট হবে বা সংঘাত হবে তা আমি মনে করি না।”

প্রথম ধাপে ২২ মার্চ দেশের ৭৫২ ইউপির ভোট হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার এসব ইউপির ভোটের তফসিল দেয় ইসি। পর্যায়ক্রমে আরও পাঁচ ধাপে ইউপি ভোট হবে।