কাউন্সিল নিয়ে স্থায়ী কমিটির সঙ্গে খালেদার বৈঠক

দুই ঘণ্টার বৈঠকে দলের নীতি-নির্ধারকদের সঙ্গে আসন্ন জাতীয় কাউন্সিল নিয়ে আলোচনা করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Feb 2016, 07:06 PM
Updated : 10 Feb 2016, 07:06 PM

গুলশানের কার্যালয়ে বুধবার রাতে স্থায়ী কমিটির এই বৈঠকে খালেদা জিয়া কাউন্সিল সফল করতে বিভিন্ন উপ-কমিটি অনুমোদন দিয়েছেন বলে বিএনপি নেতারা জানিয়েছেন।

বৈঠকের পর কোনো সংবাদ সম্মেলন হয়নি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সিদ্ধান্ত পরে জানানো হবে।

খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, আ স ম হান্নান শাহ, সারোয়ারি রহমান, জমিরউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আগামী ১৯ মার্চ মাসে দলের কেন্দ্রীয় সম্মেলনের ঘোষণা দিয়েছে বিএনপি। বিএনপির আবেদনে গণপূর্ত অধিদপ্তর সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের অনুমতি দিলেও পুলিশের সায় এখনও মেলেনি।

বুধবারের বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতার কথা বলে জানা গেছে, জাতীয় কাউন্সিলের ‘ভালো স্থান’ চেয়ে আবারও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

কাউন্সিল সফল করতে  কয়েকটি কমিটি যেমন- প্রস্তুতি কমিটি, ব্যবস্থাপনা কমিটি, গঠনতন্ত্র ও ঘোষণাপত্র সংশোধন কমিটি, নিরাপত্তা কমিটি, প্রচার ও প্রকাশনা কমিটি, অভ্যর্থনা কমিটি এবং চেয়ারপারসনের নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন গঠনের বিষয়ে প্রস্তাবাবলি অনুমোদন দিয়েছে বলে তারা জানান।