নাশকতার দুই মামলায় এম কে আনোয়ারের জামিন

নাশকতার অভিযোগে করা দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার ছয় মাসের জন্য জামিন পেয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2016, 11:08 AM
Updated : 9 Feb 2016, 11:08 AM

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার অন্তর্বর্তীকালীন জামিনের এই আদেশ দেন।

আদালতে এম কে আনোয়ারের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন, তার সঙ্গে ছিলেন আইনজীবী সগীর হোসেন লিওন।

রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির।

সগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিম্ন আদালতে ওই দুই মামলায় ২ ফেব্রুয়ারি জামিন আবেদন নাকচ হয়। এর বিরুদ্ধে আপিল করে জামিন চাওয়া হয়েছিল। “আদালত আপিল শুনানির জন্য গ্রহণ করে ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন।”

রাজধানীর মুগদা থানায় গত বছরের ১২ ও ১৩ মার্চ পুলিশ বাদী হয়ে মামলা দুটি করে।

আইনজীবী সগীর জানান, এম কে আনোয়ারের বিরুদ্ধে মোট ২১টি মামলা রয়েছে। এই দুটি নিয়ে ২০টিতে জামিন হল তার।

কুমিল্লার এক মামলায় এম কে আনোয়ার গত বছরের ১৮ অগাস্ট আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। তারপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।