কারাগারেই থাকতে হচ্ছে বিএনপি নেতা এ্যানিকে

নাশকতার নয়টি মামলায় জামিন চেয়ে ঢাকার দায়রা আদালতেও ব্যর্থ হয়েছেন বিএনপি নেতা কারাবন্দি শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2016, 01:06 PM
Updated : 8 Feb 2016, 01:06 PM

সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালত কামরুল হোসেন মোল্লা এই মামলাগুলোয় বিএনপি নেতার জামিন আবেদন শুনানি শেষে নাকচ করে দেন।

এ্যানির আইনজীবী জয়নাল আবেদীন মেসবাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই আদেশের বিরুদ্ধে অচিরেই হাই কোর্টে যাবেন তারা।

বিএনপির ছাত্র-বিষয়ক সম্পাদক এ্যানি সাবেক সংসদ সদস্য। ছাত্রদলের সভাপতিও ছিলেন তিনি।

২০১৫ সালে বিএনপির সরকারবিরোধী আন্দোলন চলাকালে পল্টন থানায় নাশকতার অভিযোগে সাতটি মামলা হয় এ্যানির বিরুদ্ধে। একই বছর মতিঝিল থানায় আরেকটি মামলায়ও তাকে আসামি করা হয়।

দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির আন্দোলনের মধ্যে ২০১৩ সালের নভেম্বরে সূত্রাপুর এলাকায় একটি লেগুনায় আগুন দিয়ে দুজনকে হত্যার মামলাও রয়েছে লক্ষ্মীপুরের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে। 

গত ২৮ জানুয়ারি এই ৯ মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন এ্যানি। তবে নাকচ করে তাকে কারাগারে পাঠান হাকিম।