২০ ঘণ্টার দুই নেতা!

পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার ২০ ঘণ্টার মাথায় কেন্দ্রীয় পর্ষদ থেকে দুই নেতাকে পদচ্যুত করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2016, 06:14 PM
Updated : 7 Feb 2016, 06:14 PM

রোববার রাতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পদচ্যুতরা হলেন- নবগঠিত কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক সাইফুল ইসলাম মেরাজ এবং কেন্দ্রীয় সদস্য মাসুদুর রহমান মাসুদ।

এ বিষয়ে দপ্তর সম্পাদক সাত্তারের কাছে জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এ সিদ্ধান্ত নিয়েছেন। তারাই এর কারণ বলতে পারবেন।”

কারণ জানতে ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদকের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিয়েও তা বন্ধ পাওয়া গেছে। 

শনিবার মধ্যরাতে ছাত্রদলের ৭৩৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন বিএনপি চেয়ারপারসন।

গঠনতন্ত্র অনুযায়ী ১৫১ সদস্যে কেন্দ্রীয় সংসদ হওয়ার বিধান থাকলেও ‘পদবঞ্চিতদের’ যুক্ত করতে কমিটির পরিধি কয়েকগুণ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন নেতারা।

সংগঠনের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়ায় রোববার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ছাত্রদল।

খালেদা জিয়া রোববার রাত সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে নিজ কার্যালয়ে পৌঁছলে বিএনপির ছাত্র বিষয়ক সহ-সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, ছাত্রদল সভাপতি রাজীব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ বিভিন্ন শাখার নতুন কমিটির নেতারা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।