জামায়াত নেতাদের প্রার্থিতায় নিষেধাজ্ঞা চায় ওয়ার্কার্স পার্টি

জামায়াত নিষিদ্ধ না হলেও নিবন্ধনহীন দলটির নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ থাকায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2015, 01:03 PM
Updated : 30 Nov 2015, 01:03 PM

সোমবার দলটির সাধারণ সম্পাদক সাংসদ ফজলে হোসেন বাদশা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাত করে পাঁচ দফা দাবি তুলে ধরেন।

বৈঠক শেষে তিনি জানান, জামায়াতের নিবন্ধন অবৈধ রয়েছে। কিন্তু তাদের পদাধিকারীরা পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছে।

“নির্বাচন কমিশনের বিধিমালায় অনেক ধরনের অসঙ্গতি রয়েছে। জামায়াতের কোনো নেতা যাতে স্বতন্ত্র প্রার্থীও হতে না পারে সে বিষয়টি বিধিতে স্পষ্ট করা উচিত। জামায়াত নেতাদের নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হতেও বিধিনিষেধ আরোপ করতে হবে।”

বেলা ২টার দিকে ওয়ার্কার্স পার্টির প্রতিনিধি দল শেরেবাংলানগরে ইসি কার্যাযলয়ে সিইসির সঙ্গে বৈঠক করেন।

বাদশা বলেন, “জামায়াতের পৌর নেতারা এখন ভোট করবে। বিএনপির ধানের শীষেও তারা ভোট করার কথা বলছে। জামায়াতের পদও ছাড়ছে না, আবার ভোটও করবে- তা কোনোভাবেই হতে পারে না।”

সেই সঙ্গে যে কোনো দলের পদাধিকারীকে দল ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিধান রাখার সুপারিশ করেন তিনি।

একজন দল মনোনীত প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান রাখায় ইসির সমালোচনা করেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক।

বাদশা বলেন, “কোনো কারণে একমাত্র ব্যক্তির মনোনয়নপত্র বাতিল হলে ওই পৌরসভায় সংশ্লিষ্ট দলের প্রার্থী থাকবে না; এটা বড় শঙ্কা। আমরা চাই-সংসদের মতো পৌর নির্বাচনেও প্রত্যাহারের শেষ সময়ে চূড়ান্ত প্রার্থী মনোনয়নে দলের ক্ষমতা দেওয়া উচিত।”

সংসদ সদস্যদের প্রচারণায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ারও দলটির দাবি রয়েছে।

ওয়ার্কার্স পার্টির সার্বিক দাবির বিষয়টি পর্যালোচনা করে দেখবে- সিইসি এমন আশ্বাস দিয়েছেন বলে জানান বাদশা।