ধানের শীষ এখন জনগণ বিশ্বাস করে না: নাসিম

পৌরসভা নির্বাচনে বিএনপি এলেও ‘জ্বালাও-পোড়াও’ আন্দোলনের কারণে জনসমর্থন তাদের পক্ষে যাবে না বলে মনে করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2015, 03:37 PM
Updated : 29 Nov 2015, 03:37 PM

“জনগণ এখন আর ধানের শীষে বিশ্বাস করে না। জনগণ জানে, ধানের শীষ মানে জ্বালাও পোড়াও, ধানের শীষ মানেই জামায়াত-শিবিরের সঙ্গে আপস করে। মানুষ তাদের ভোট দেবে না। ধানের শীষ বাংলার মাটিতে থাকবে না।”

কৃষক লীগের সাবেক সভাপতি রাশেদ মোশাররফের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী নাসিম।

আসন্ন পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ার  সিদ্ধান্তের জন্য বিএনপিকে স্বাগতও জানান ক্ষমতাসীন দলের এই নেতা।   

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, “নির্বাচন ছাড়া আপনার সামনে কোনো বিকল্প নেই। চেষ্টা করেছেন বিশ্বের কাছে শেখ হাসিনার সরকারকে অবৈধ প্রমাণ করতে, পারেন নাই।

“এখনও ষড়যন্ত্রের পথ ছাড়েন নাই। এ পথে আপনি সফল হবেন না। এ পথ ছেড়ে চ্যালেঞ্জ গ্রহণ করে মাঠে আসেন। নির্বাচনে অংশ নেন। জনগণের রায় মেনে নেন।”

কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, রেলমন্ত্রী মুজিবুল হক, আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।