সাংসদদের পৌর ভোটের প্রচারে চায় জাতীয় পার্টিও

সংসদ সদস্যদের আসন্ন পৌরসভা নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে বিরোধী দল জাতীয় পার্টি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2015, 08:43 AM
Updated : 29 Nov 2015, 08:43 AM

জাতীয় পার্টির একটি প্রতিনিধি দল রোববার সকালে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদের সঙ্গে দেখা করে পৌর ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ১০ দিন বাড়িয়ে তফসিল পুনর্বিন্যাসের দাবিও জানিয়েছে।

মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

বৈঠকের নির্বাচন কমিশনের সচিব সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর জিয়াউদ্দিন সাংবাদিকদের বলেন, “আমরা নির্বাচন কমিশনের কাছে তিনটি দাবি জানিয়েছি। সংসদ সদস্যদের প্রচারণার সুযোগ দিতে হবে। ভোট নিরপেক্ষ ও প্রভাবমুক্ত করতে যাবতীয় ব্যবস্থা নিতে হবে।

“কমিশন বলেছে- ভোট নিরপেক্ষ করতে সব ধরনের ব্যবস্থা নেবে, কিন্তু ভোট পেছানো এবং সাংসদদের প্রচারে অংশ নেওয়ার সুযোগ দেওয়াটা কঠিন হবে।”

“কমিশন নিজেদের মধ্যে আলোচনা করে এ ব্যাপারে পরে জানাবে বলে সিইসি জানিয়েছেন,” বলেন জাপা নেতা জিয়াউদ্দিন।

ঘোষিত তফসিল অনুযায়ী, ২৩৬ পৌরসভায় ভোট হবে ৩০ ডিসেম্বর। এর আগে ৩ ডিসেম্বর মনোনয়ন জমা দেওয়ার সময় শেষ হবে।

এর আগে বিএনপি এবং ওয়ার্কার্স পার্টিও পৌর ভোট পেছানোর দাবি জানিয়েছে।