পৌর ভোট: প্রার্থীকে দেখে-বুঝে ফরম দেবেন এরশাদ

পৌর নির্বাচনকে সামনে রেখে আগে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেবেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, প্রার্থী ঠিক করে দলীয় মনোনয়নের ফরম দেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2015, 04:15 PM
Updated : 25 Nov 2015, 05:02 PM

আগামী ২৯ নভেম্বর সকাল ১০টায় নিজের বনানীর কার্যালয়ে আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার এরশাদ নেবেন বলে দলের দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

২৩৪টি পৌরসভার মেয়র প্রার্থী হতে আগ্রহীদের কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

সাক্ষাৎকার গ্রহণের পরই ফরম বিক্রি করা হবে জানিয়ে জাপার নির্বাহী কমিটির এক সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চেয়ারম্যান স্যারের সিদ্ধান্ত– আগে সাক্ষাৎকার, পরে ফরম।”

৩০ ডিসেম্বর ভোটের দিন রেখে মঙ্গলবার পৌরসভা নির্বাচনের তফসিল দেয় ইসি। ৩ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময় রয়েছে।

এবার প্রথম পৌর মেয়র পদে রাজনৈতিক দলগুলো প্রার্থী দেবে। তবে এক দল থেকে কেবল একজন প্রার্থীই মনোনয়নপত্র দাখিল করতে পারবেন।